আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 199

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 199



***********************************




16. ‘ দ্যা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ’ কার লেখা গ্রন্থ ?

( a ) জ্যা ব্যাপিস্তে ল্যামার্ক 

( b ) হুগাে দ্যা ভিস 

( c ) চার্লস ডারউইন 

( d ) অ্যারিস্টটল 

উত্তর - ( c ) চার্লস ডারউইন 


17. শ্বসনে মােট কত অণু ATP উৎপন্ন হয় ?

( a ) 15 অণু

( b ) 30 অণু

( c ) 8 অণু 

( d ) 38 অণু 

উত্তর - ( d ) 38 অণু 


18 . পিত্তরসে কোন উৎসেচকটি থাকে ?

( a ) অ্যামাইলেজ 

( b ) ট্রিপসিন 

( c ) লাইপেজ

( d ) কোন উৎসেচকই থাকে না 

উত্তর - ( d ) কোন উৎসেচকই থাকে না 


19 . উদ্ভিদদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয় ?

( a ) ফ্লোয়েমের মাধ্যমে

( b ) জাইলেমের মাধ্যমে

( c ) কর্টেক্সের মাধ্যমে 

( d ) নালিকা বান্ডিলের মাধ্যমে

উত্তর - ( b ) জাইলেমের মাধ্যমে


20 . প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি ?

( a ) পা

( b ) ফ্লাজেলা 

( c ) সিলিয়া 

( d ) সিটা

উত্তর - ( c ) সিলিয়া 


21 . খাদ্যশৃঙ্খলে সাধারণত খাদ্যস্তরের সংখ্যা কটি ?

( a ) 3 থেকে 5 এর মধ্যে

( b ) 7 থেকে 10 এর মধ্যে 

( c ) 11 থেকে 13 এর মধ্যে 

( d ) 14 থেকে 16 এর মধ্যে 

উত্তর - ( a ) 3 থেকে 5 এর মধ্যে


22. কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

( a ) ফুসফুস 

( b ) ত্বক 

( c ) অন্ত্র

( d ) বৃক্ক

উত্তর - ( d ) বৃক্ক


23. মানুষের করােটি স্নায়ুর সংখ্যা কত ?

( a ) 12 জোড়া 

( b ) 10 জোড়া 

( c ) 31 জোড়া 

( d ) 22 জোড়া 

উত্তর - ( a ) 12 জোড়া 


24 . কোন হরমোন BMR বৃদ্ধি করে ?

( a ) ইনসুলিন 

( b ) অক্সিন 

( c ) থাইরক্সিন 

( d ) ইস্ট্রোজেন

উত্তর - ( c ) থাইরক্সিন 


25 . কোশবাদের প্রবর্তক কে ?

( a ) ওয়াটসন ও ক্লিক 

( b ) স্লেইডেন ও স্বােয়ান 

( c ) ড্যানিয়েল ও ড্যাভসন 

( d ) সিঙ্গার ও নিকলসন 

উত্তর - ( b ) স্লেইডেন ও স্বােয়ান 


26. সজীব কোশ প্রথম কে আবিষ্কার করেন ?

( a ) রবার্ট ব্রাউন 

( b ) রবাট হুক 

( c ) লিউয়েন হক 

( d ) স্বােয়ন

উত্তর - ( c ) লিউয়েন হক 


27. বীজের সস্য নিউক্লিয়াসে ক্রোমােজোম সংখ্যা কত ?

( a ) n 

( b ) 2n

( c ) 3n

( d ) 4n

উত্তর - ( c ) 3n


28. নিচের কোন উপাদানটি সজীব ?

( a ) ট্রাকিয়া

( b ) ট্রাকিড 

( C ) জাইলেম প্যারেনকাইমা 

( d ) জাইলেম তন্তু

উত্তর - ( b ) ট্রাকিড 


29. সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখ । 

( a ) যকৃৎ 

( b ) প্লীহা 

( c ) বৃক্ক 

( d ) প্যারােটিড গ্রন্থি 

উত্তর - ( b ) প্লীহা 


30. ভারমিফর্ম অ্যাপেনডিক্স পৌষ্টিকনালীর কোন অংশে সংলগ্ন থাকে ?

( a ) মলাশয় 

( b ) সিকাম 

( c ) ডিওডিনাম 

( d ) জেজুনাম

উত্তর - ( b ) সিকাম