দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/12/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 31/12/2022  

******************


❏ 1. নয়ডা তে উত্তর প্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার লক্ষ্মী সিং

❏ 2. প্রোডাকশন-লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের অধীনে 4900 কোটি টাকা বিনিয়োগ করলো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি

❏ 3. ছত্তিশগড় পুলিশের 'Nijaat' ক্যাম্পেইন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ চিফস অফ পুলিশ (IACP) 2022 আওয়ার্ড জিতলো

❏ 4. Pritzker পুরস্কার জয়ী স্থপতি শিল্পী Arata Isozaki 91 বছর বয়সে প্রয়াত হলেন

❏ 5. দেশের বৃহত্তম ওপেন-এয়ার থিয়েটার পারফরম্যান্স ওড়িশার 'Dhanu Yatra' সম্প্রতি শুরু হলো

❏ 6. পৃথিবী নিম্ন কক্ষপথে প্রথম 54 টি Starkink v2.0 স্যাটেলাইট লঞ্চ করলো SpaceX

❏ 7. আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে আসামে 'Bijli Utsab' এর আয়োজন করলো REC লিমিটেড

❏ 8. স্টার্টআপ কে প্রমোট করতে National Geospatial পলিসির সূচনা করলো কেন্দ্রীয় সরকার

❏ 9. Black Sea Grain এর নতুন কো-অর্ডিনেটর হিসেবে Abdullah Abdul Dashti কে নিযুক্ত করা হলো

❏ 10. আগামী পাঁচ বছরের জন্য কৃষিক্ষেত্রে মহিলাদের সশক্তিকরণের জন্য 367 কোটি টাকার মান্যতা দিলো ওড়িশা মন্ত্রী পরিষদ