দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 29/12/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 29/12/2022  

******************


★ 1. তেহরি তে বিশ্বমানের Kayaking-Canoeing একাডেমী স্থাপন করতে চলেছে উত্তরাখন্ড সরকার 

★ 2. রাজ্যের মেডিকেল কলেজ গুলিতে 'E-Sushrut' নামক হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উদ্বোধন করলো উত্তরপ্রদেশ সরকার

★ 3. দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার Farhan Behardien আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন

★ 4. তেলেঙ্গানার দুটি মন্দিরের PRASHAD প্রজেক্টের জন্য শিলান্যাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

★ 5. ঢাকা তে প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

★ 6. আইআইটি মাদ্রাস Wharton-QS Reimagine এডুকেশন অ্যাওয়ার্ড 2022 জিতলো

★ 7. প্রবীণ কুমার শ্রীবাস্তব কে ভারপ্রাপ্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত করা হলো

★ 8. কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষণাও 'Stay Safe Online' নামক ক্যাম্পেইন এবং 'G20 ডিজিটাল ইনোভেশন এলায়েন্স' লঞ্চ করলেন

★ 9. সংস্কৃত পন্ডিত Sribhashyam Vijayasarathi 86 বছর বয়সে প্রয়াত হলেন

★ 10. রাজ্য পশু Nilgiri Tahr সংরক্ষন প্রজেক্টের জন্য ইনিশিয়েটিভ লঞ্চ করলেন তামিলনাড়ু সরকার