দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/12/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 28/12/2022 

******************


☞ 1. মাল্টিস্পোর্টস ইভেন্টের অংশ হিসেবে E-Sports ভারত সরকারের মান্যতা পেলো

☞ 2. ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ পদে লিউটেন্যান্ট জেনারেল অরবিন্দ ওয়ালিয়া কে নিযুক্ত করা হলো

☞ 3. Suryoday Small Finance Bank এর প্রধান হিসেবে 3 বছরের জন্য Baskar Babu কে পুনরায় নিযুক্ত করা হলো

☞ 4. সি রঙ্গরাজন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Forks in the Road: My Days at RBI and Beyond'

☞ 5. শক্তি কেন্দ্রগুলিতে Early Warning সিস্টেম স্থাপনের জন্য পাওয়ার মিনিস্ট্রি এবং DRDO চুক্তি স্বাক্ষর করলো

☞ 6. ইন্সুরেন্স ফোর্স কে বিস্তৃত করতে 'Bima Vahaks' এর সূচনা করতে চলেছে IRDAI

☞ 7. ভারতের অনলাইন গেমিং সেক্টরের জন্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (MeitY) নোডাল মিনিস্ট্রির মান্যতা পেলো

☞ 8. প্রভু চন্দ্র মিশ্র কে অটল সম্মান পুরস্কারে সম্মানিত করা হলো

☞ 9. তামিলনাড়ুর শহরাঞ্চলের পরিষেবা উন্নত করতে ভারত, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) সাথে $ 125 মিলিয়ন অর্থের লোন চুক্তি স্বাক্ষর করলো

☞ 10. রাজস্থানে 'MSME Prerana' প্রোগ্রাম লঞ্চ করলো ইন্ডিয়ান ব্যাংক