আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 170

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 170


***********************************


❖ 286. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি ? 
Ans : কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)
❖ 287. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি ? 
Ans : পদ্মিনী উপাখ্যান (রঙ্গলাল বন্দোপাধ্যায়)
❖ 288. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি ? 
Ans : মেঘনাদবধ (মাইকেল মধুসূদন দত্ত)
❖ 289. বাংলায় প্রকাশিত প্রথম ছোটদের পত্রিকা কোনটি ? 
Ans : বালক বন্ধু 
❖ 290. বাংলা ভাষায় রচিত প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি ? 
Ans : কপালকুণ্ডলা (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
✎ 291. 'কেইরিন রেস' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : সাইক্লিং 
✎ 292. 'রিট্রিভার' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : স্কোয়াশ 
✎ 293. 'ক্যারিড' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : হকি 
✎ 294. 'সিসর্স' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : হাই জাম্প 
✎ 295. 'ট্রাম লাইন' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : লন টেনিস 
✎ 296. 'বুলস আই' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : রাইফেল শুটিং 
✎ 297. 'টিউলিপ চার্ট' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : মোটর র‍্যালি
✎ 298. 'স্পাইকারস' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : ভলিবল
✎ 299. 'ক্যাচার' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : বোর্ট রেস 
✎ 300. 'লোনা' শব্দ টি কোন খেলার সাথে যুক্ত ? 
Ans : কবাডি