দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/11/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/11/2022
******************
🎯 1. Aero India 2023 এর 14 তম সংস্করণ বেঙ্গালুরু তে 13 - 17 ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে
🎯 2. ইয়ুথ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2022 এ বিশ্বনাথ সুরেশ, বানশাজ এবং দেবিকা ঘোরপাদে গোল্ড মেডেল জিতলো
🎯 3. স্কাইরুট এরোস্পেস দেশের প্রথম ইন্টিগ্রেটেড রকেট ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং টেস্টিং ফ্যাসিলিটি তেলেঙ্গানার হায়দ্রাবাদে গড়ে তুলতে চলেছে
🎯 4. তামিলনাড়ু সরকার Arittapatti গ্রাম কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা করলো
🎯 5. সার্ভে ভ্যাসেল 'Ikshak' এর তৃতীয় জাহাজ লঞ্চ করলো ভারতীয় নৌবাহিনী
🎯 6. 2023 এ ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ইজিপ্টের রাষ্ট্রপতি Abdel Fattah el-Sisi কে আমন্ত্রণ জানালো হলো
🎯 7. অস্ট্রেলিয়া কে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ জিতলো কানাডা
🎯 8. ন্যাশনাল আওয়ার্ড ফর ই-গভারন্যান্স এর অধীনে EGramSwaraj এবং মিনিস্ট্রি অফ পঞ্চায়েতিরাজ গোল্ড আওয়ার্ড জিতলো
🎯 9. ভারত এবং অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক অনুশীলন 'AUSTRA HIND 22' রাজস্থানে শুরু হলো
🎯 10. 2023 এর ফেব্রুয়ারিতে G20 ফাইন্যান্স মিনিস্টার্স মিটিং বেঙ্গালুরু তে অনুষ্ঠিত হতে চলেছে