আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 143

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 143


***********************************


✪ 211. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : মুম্বাই
✪ 212. এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : কলকাতা 
✪ 213. অন্ধ্র ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : হায়দরাবাদ
✪ 214. ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : মুম্বাই 
✪ 215. কানাড়া ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : বেঙ্গালুরু 
✪ 216. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : মুম্বাই
✪ 217. কর্পোরেশন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : ম্যাঙ্গালুরু
✪ 218. ইন্ডিয়ান ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : চেন্নাই 
✪ 219. পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক,পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : নতুন দিল্লী
✪ 220. সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
Ans : মনিপাল, কর্ণাটক
✎ 221. দাবার উৎপত্তিস্থল কোন দেশ ? 
Ans : ভারত
✎ 222. বাস্কেটবলের উৎপত্তিস্থল কোন দেশ ? 
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র
✎ 223. বিচ সকারের উৎপত্তিস্থল কোন দেশ ? 
Ans : ব্রাজিল 
✎ 224. ক্রিকেটের উৎপত্তিস্থল কোন দেশ ? 
Ans : ইংল্যান্ড 
✎ 225. গল্ফ এর উৎপত্তিস্থল কোন দেশ ? 
Ans : স্কটল্যান্ড