আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 142

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 142


***********************************


🎯 196. নিউক্লিয়ার সক্ষম ভূমি থেকে ভূমি প্রকৃতির মিসাইল AGNI-III এর রেঞ্জ কত ? 
Ans : 3000 কিমি 
🎯 197. নিউক্লিয়ার সক্ষম ভূমি থেকে ভূমি প্রকৃতির মিসাইল AGNI-II এর রেঞ্জ কত ? 
Ans : 2000 কিমি 
🎯 198. ভূমি থেকে ভূমি প্রকৃতির মিসাইল ASTRA এর রেঞ্জ কত ? 
Ans : 70 কিমি 
🎯 199. অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল NAG এর রেঞ্জ কত ? 
Ans : 500 মিটার - 4 কিমি 
🎯 200. সাবসনিক ক্রুজ মিসাইল NIRBHAY এর রেঞ্জ কত ? 
Ans : 1000 কিমি
ᗙ 201. ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কর্পোরেশন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট (NIPCCD) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী
ᗙ 202. রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী
ᗙ 203. ন্যাশনাল অ্যাটলাস এন্ড থেমাটিক ম্যাপিং অর্গানাইজেশন (NATMO) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : কলকাতা 
ᗙ 204. সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই 
ᗙ 205. ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (IRDA) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : হায়দ্রাবাদ 
ᗙ 206. ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (ISSDA) সদর দপ্তর কোথায় ? 
Ans : হরিয়ানা 
ᗙ 207. সেন্ট্রাল পপুলেশন কন্ট্রোল বোর্ড (CPCB) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নতুন দিল্লী
ᗙ 208. সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই 
ᗙ 209. ন্যাশনাল এসোসিয়েশন অফ সফ্টওয়্যার এন্ড সার্ভিস কোম্পানিজ (NASSC) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : নয়ডা 
ᗙ 210. ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট করপোরেশন অফ ইন্ডিয়া (ICICI) এর সদর দপ্তর কোথায় ? 
Ans : মুম্বাই