দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/10/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 31/10/2022

******************


🎯 1. খেলো ইন্ডিয়া ন্যাশনাল র‍্যানকিং ওমেন`স ওয়েটলিফটিং ট্যুর্নামেন্ট এ তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের Akanksha Vyavahare

🎯 2. পুরীতে ভারতের দ্বিতীয় ন্যাশনাল মডেল বৈদিক স্কুলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

🎯 3. প্রতি বছর 31 শে অক্টোবর দিনটি তে World Cities Day ও World Thrift Day পালিত হয়, এছাড়া এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবেও পালিত হয়

🎯 4. দেশের সবথেকে সাস্টেনেবল অয়েল ও গ্যাস কোম্পানির তকমা পেলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)

🎯 5. কাউন্টার টেরোরিজমের জন্য UN ট্রাস্ট ফান্ডে $ 500, 000 অর্থ সাহায্য করতে চলেছে ভারত

🎯 6. লাদাখে 75 টি নতুন প্রজেক্ট এবং নতুন দুটি হেলিপ্যাড লঞ্চ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

🎯 7. প্রথমবার আয়োজিত ত্রিপাক্ষিক অনুশীলনে মোজাম্বিক ও তাঞ্জানিয়ার সাথে ভারতীয় নৌবাহিনী অংশগ্রহণ করলো

🎯 8. সামস্যাং ইলেক্ট্রনিকের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে Jay Y Lee কে নিযুক্ত করা হলো

🎯 9. ফ্রেঞ্চ ওপেন 2022 এ পুরুষ যুগলে খেতাব জিতলেন ভারতীয় জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি

🎯 10. ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি হিসেবে Luiz Inacio Lula da Silva কে নির্বাচিত করা হলো