দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 29/10/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 29/10/2022

******************


✪ 1. চীন সীমান্তের নিকটে ইউএস এর সাথে বৃহৎ মিলিটারি অনুশীলন 'Yudh Abhyas' এর আয়োজন করতে চলেছে ভারত

✪ 2. আধ্যাত্মিক নেতৃত্ব Amritanandamayi Devi কে Chair of the Country's Civil 20 (C20) পদে নিযুক্ত করা হলো

✪ 3. বিশাখাপত্তনম এবং বঙ্গোপসাগরে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সামুদ্রিক অনুশীল 'SIMBEX 2022' শুরু হলো

✪ 4. রাজস্থানের Nathdwara তে 'Viswas Swaroopam' নামক শিবমূর্তির স্থাপনা করা হলো, এটির উচ্চতা 369 ফুট 

✪ 5. কেরলের পর্যটন দপ্তর 'women-friendly tourism' প্রজেক্ট করলো

✪ 6. ফ্রান্স ও ভারত যৌথভাবে বায়ু অনুশীলন 'Garuda VII' এর আয়োজন করলো

✪ 7. অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া তে IIFT ক্যাম্পাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

✪ 8. লিঙ্গ সমতা কে প্রমোট করতে পুরুষ ও মহিলা ক্রিকেটারের সমান ম্যাচ ফি দেওয়ার ঘোষণা করলো BCCI
 
✪ 9. উত্তর প্রদেশের তেরাই হাতি রিজার্ভ এর মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার

✪ 10. IRDAI 15 জন সদস্যের হেল্থ ইন্সুরেন্স কনসালটেটিভ কমিটি গঠন করলো, এটির প্রধান হলেন রাকেশ যোশী