আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 110

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 110


***********************************



■ 16. বাংলার রূপকার কাকে বলা হয় ? 
Ans : ড: বিধানচন্দ্র রায় 

■ 17. বাংলার পুরুষ সিংহ কাকে বলা হয় ? 
Ans : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

■ 18. বাংলার বিক্রমাদিত্য কাকে বলা হয় ? 
Ans : মহারাজা কৃষ্ণচন্দ্র 

■ 19. বাংলার বার্ক কাকে বলা হয় ? 
Ans : বিপিনচন্দ্র পাল 

■ 20. বিশ্ব পথিক কাকে বলা হয় ? 
Ans : রামমোহন রায়

❂ 21. লালমহল কোথায় অবস্থিত ? 
Ans : পুনে 

❂ 22. কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : কাঞ্চিপুরম, তামিলনাড়ু 

❂ 23. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ? 
Ans : বিহার 

❂ 24. হুমায়ূনের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : দিল্লী 

❂ 25. গোমতেশ্বর মূর্তি কোথায় অবস্থিত ? 
Ans : কর্ণাটক 

❂ 26. গোয়ালীয়র দুর্গ কোথায় অবস্থিত ? 
Ans : আগ্রা 

❂ 27. নাশিম বাগ কোথায় অবস্থিত ? 
Ans : শ্রীনগর 

❂ 28. জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : লাহোর 

❂ 29. আকবরের সমাধি কোথায় অবস্থিত ? 
Ans : সিকান্দারা, আগ্রা

❂ 30. সূর্য মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : পুরী, ওড়িশা