দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 27/09/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 27/09/2022

******************


■ 1. ISRO এর তৈরি RTIS (Real-Time Train Information System) সিস্টেম স্থাপন করলো ভারতীয় রেলওয়ে

■ 2. ট্যুরিজম সেক্টর কে এগিয়ে নিয়ে যেতে দুদিন ব্যাপী ভার্চুয়াল কনফারেন্স 'SymphoNE' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি

■ 3. ভারতীয় মহিলা ক্রিকেটের লিজেন্ড ঝুলন গোস্বামী সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন

■ 4. প্রতিবছর 27 শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়, এবছরের থিম - 'Rethinking Tourism', এছাড়া গত 26 শে সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালিত হলো, এবছরের থিম - 'Strengthening Environmental Health Systems for the implementation of the Sustainable Development Goals'

■ 5. স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলিতে রসায়ন কে প্রমোট করতে রয়াল সোসাইটি অফ কেমিস্ট্রি এবং CSIR জোটবদ্ধ হলো

■ 6. প্রথমবার Queen Elizabeth II আওয়ার্ড জিতলেন ভারতীয় বংশোদ্ভূত Suella Braverman

■ 7. মাদাগাস্কারে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে বান্দারু উইলসনবাবু কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার

■ 8. 2022-23 বর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি 7.3% নির্ধারণ করলো S&P Global

■ 9. বেঙ্গালুরু তে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের (HAL) ইন্টিগ্রেটেড ক্রায়োজিনিক ইঞ্জিনস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

■ 10. ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Giorgia Meloni