আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 84
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 84
***********************************
31. চোখের রেটিনার সাথে যুক্ত স্নায়ুটি হল -
Ans : অপটিক নার্ভ
32. ডিটারজেন্টের যে উপাদান টি জলের মধ্যে ময়লার অণুকে প্রলম্বিত রাখে সেটি হল - 
Ans : কার্বক্সি মিথাইল সেলুলোজ 
33. ঝালাইয়ের কাজে বহুল ব্যবহৃত গ্যাসটি হল - 
Ans : এসিটিলিন
34. কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তা হল - 
Ans : 8 টি 
35. পরমাণুর প্রোটন ও নিউট্রন কে একত্রে কি বলা হয় ? 
Ans : নিউক্লিয়ন 
36. থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয়, তার নাম হল - 
Ans : লোহা ও ক্রোমিয়াম 
37. দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল - 
Ans : আলোর বিক্ষেপন 
38. লেন্সের ক্ষমতার একক হল - 
Ans : ডায়াপ্টর
39. প্রিজমে আপাত কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণের কি পরিবর্তন হয় ? 
Ans : প্রথমে কমে তারপর বাড়ে 
40. তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু জলে দ্রাব্য এমন একটি তরল যৌগের উদাহরণ হল -
Ans : ইথাইল অ্যালকোহল
41. আকবর কত সালে আগ্রা ফোর্ট স্থাপন করেন ? 
Ans : 1565 সালে 
42. পঞ্চমগুরু অর্জুন দেব কে কোন মুঘল সম্রাট মৃত্যুদন্ড দেন ?
Ans : জাহাঙ্গীর 
43. দিল্লিতে জামা মসজিদ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন ?
Ans : শাহজাহান 
44. মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মিত মোতিমহল, বর্তমানে কোথায় অবস্থিত ?
Ans : লাহোর 
45. দিল্লিতে মোতি মসজিদ কে নির্মাণ করেন ?
Ans : ঔরঙ্গজেব