দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/08/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 31/08/2022

******************


❖ 1. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'Clear Skies for Tomorrow' ক্যাম্পেইনে IndiGo যোগদান করলো 

❖ 2. রাজস্থানের যোধপুরে রুরাল অলিম্পিক গেমসের শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট
 
❖ 3. অস্কার বিজেতা অ্যানিমেটর Ralph Eggleston 56 বছর বয়সে প্রয়াত হলেন
 
❖ 4. পার্লামেন্টারি এসোসিয়েশন কনফারেন্স (CPA) এর International Treasurer পদে অনুরাগ শর্মা কে নির্বাচিত করা হলো 

❖ 5. 10ম ন্যাশনাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সসারসাইজ SAREX-22 চেন্নাই তে সম্পন্ন হলো 

❖ 6. Bloomberg Billionaire ইনডেক্স অনুযায়ী গৌতম আদানী বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি হিসেবে জায়গা করে নিলেন, তার সম্পত্তির পরিমান $137.4 বিলিয়ন

❖ 7. 67 তম ফিল্ম ফেয়ার আওয়ার্ড এ শ্রেষ্ঠ সিনেমা হল - শেরশাহ, শ্রেষ্ঠ ডিরেক্টর - বিষ্ণুবর্ধন, শ্রেষ্ঠ অভিনেতা - রণবীর সিং এবং শ্রেষ্ঠ অভিনেত্রী - কৃতি শানন

❖ 8. উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি 'মুখ্যমন্ত্রী উদয়মান খিলাড়ি উন্নয়ন যোজনা' লঞ্চ করলেন 

❖ 9. বিশ্বের বৃহত্তম ধার্মিক স্মৃতিস্তম্ভ 'The Temple of Vedic Planetarium' পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে, ISKON এর সদর দপ্তর হিসেবে এটি কাজ করবে 

❖ 10. Mercedes-Benz India সন্তোষ আইয়ার কে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো