দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 29/08/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 29/08/2022

******************


❏ 1. পুদুচেরি তে 'Swachh Sagar, Surakshit Sagar' নামক ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপিন্দার যাদব 

❏ 2. উত্তরাখণ্ডের হরিদ্বার কে ভারতের শ্রেষ্ঠ aspirational district ঘোষণা করলো নীতি আয়োগ 

❏ 3. স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2022 হোস্ট করলো মিনিস্ট্রি অফ এডুকেশন 

❏ 4. ভারতীয় অলিম্পিক এসিসিয়েশনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন Adille Sumariwalla

❏ 5. প্রথম ভারতীয় হিসেবে ক্রিকেটের সব ফরম্যাটে ১০০ টি করে ম্যাচ খেলে কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি 

❏ 6. প্রতিবছর 29 শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়, এছাড়াও এই দিনটি তে International Day against Nuclear Tests পালিত হয় 

❏ 7. 2022 BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে জিতলেন ডেনমার্কের Viktor Axelsen, মহিলা বিভাগে খেতাব জিতলেন জাপানের Akane Yamaguchi

❏ 8. গুজরাটের কচ্ছ তে 'Smriti Van' নামক ভূমিকম্প স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

❏ 9. ফ্যামিলি আইডি প্লান 'পরিবার কল্যাণ কার্ড' লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার 

❏ 10. ডিফেন্স কো-অপারেশনের জন্য ভারত এবং তাঞ্জানিয়া টাস্ক ফোর্স গড়ে তুলতে চলেছে