আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 32

 

আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 32


***********************************




31. ‘বিবি কা মকবরা’ স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত?
(A) হুমায়নের বোন
(B) দিলরাস বানু বেগম(ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী)✔
(C) যোধাবাঈ
(D) নুরজাহান

32. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা?
(A) ভাস্করবর্মন
(B) অপরাজিতবর্মন
(C) অনন্তবর্মন ✔
(D) যশোবর্মন

33. রাজারাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) কেরল ✔
(C) কর্নাটক
(D) বিহার

34. যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন কে?
(A) জালালউদ্দিন শাহ
(B) মুইজউদ্দিন মুবারক শাহ
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক ✔

35. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?
(A) তক্ষশিলা ✔
(B) উজ্জয়নী
(C) নালন্দা
(D) বিক্রমশীলা

36. ‘কাদম্বরী’ কার রচনা?
(A) পতঞ্জলি
(B) বাণভট্ট ✔
(C) পাণিনি
(D) কালিদাস

37. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে?
(A) কুষাণ যুগে
(B) গুপ্ত যুগে
(C) পল্লব যুগে
(D) মৌর্য যুগে ✔

38. দাক্ষিনাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন?
(A) উলঘু খাঁ
(B) গাজী মালিক
(C) মালিক কাফুর ✔
(D) মালিক অম্বর

39. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
(A) ওস্তাদ ইশা ✔
(B) শাহজাহান
(C) ফারুক বেগ
(D) বেবাদল খাঁ

40. ‘বাংলার মুকুটহীন রাজা’ বলে অভিহিত হন কে?
(A) অরবিন্দ ঘোষ
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ✔
(C) সুভাষচন্দ্র বসু
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

41. ভারতের রেলপথের জনক কে ছিলেন?
(A) কার্জন
(B) মিন্টো
(C) ক্যানিং
(D) ডালহৌসি ✔

42. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ – এর রচিয়তা কে?
(A) বি জি তিলক
(B) উইলিয়াম কেরি
(C) মৌলানা আজাদ ✔
(D) মোতিলাল নেহরু

43. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
(A) 1769 – 73 খ্রি. ✔
(B) 1774 – 78 খ্রি.
(C) 1777 – 81 খ্রি.
(D) 1875 – 79 খ্রি.

44. কে দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন?
(A) গুরু হররায়
(B) গুরু গোবিন্দ সিং ✔
(C) গুরু হরগোবিন্দ
(D) গুরু হরকিষেণ

45. কে ‘গাঁধি বুড়ি’ নামে খ্যাত ছিলেন?
(A) ইন্দিরা গাঁধি
(B) প্রীতিলতা ওয়াদ্দেদার
(C) সরোজিনী নাইডু
(D) মাতঙ্গিনী হাজরা ✔