আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 30

 

আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 30


***********************************


1. কে বল্লভভাই প্যাটেল কে ‘সর্দার’ অ্যাখ্যা দেন?
(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী ✔
(C) মৌলানা আজাদ
(D) সরোজিনী নাইডু

2. কে ‘মুদ্রারাক্ষস, গ্রন্থের লেখক?
(A) কালিদাস
(B) কলহন
(C) কৌটিল্য
(D) বিশাখদত্ত  ✔

3. কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন?
(A)কুতুব উদ্দিন আইবক
(B)মহম্মদ বিন তুঘলক
(C)ফিরোজ শাহ তুঘলক ✔
(D)মহম্মদ কাশিম

4. মহাত্মা গাঁধি কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?
(A) 1912 খ্রি.
(B) 1916 খ্রি.
(C) 1915 খ্রি. ✔
(D) 1914 খ্রি.

5. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত?
(A) লালা লাজপত রাই ✔
(B) ভগত সিং
(C) লালা হরদয়াল
(D) চন্দ্রশেখর আজাদ

6. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল?
(A) দেবনগরী
(B) ব্রাহ্মী ✔
(C) হায়রোগ্লিফিক
(D)গুরুমুখী

7. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?
(A) সারনাথ ✔
(B) বৈশালি
(C) লুম্বিনি
(D) বোধগয়া

8. ভারতের জাতীয় প্রতীক লিখিত ‘সত্যমেব জয়তে’ কথাটির উৎস –
(A) গাঁধিজির রচনা
(B) মুণ্ডক উপনিষদ ✔
(C) নেহুরুর বক্তৃতা
(D) উপরের কোনোটিই নয়

9. কে 1605 খ্রি. আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিনিত করেন?
(A) বহলুল লোদি
(B) সিকন্দর লোদি ✔
(C) ইব্রাহিম লোদি
(D) আকবর লোদি

10. 1940 সালে ‘আগস্ট প্রস্তাব’ পেশ করেন –
(A) লর্ড মর্লে
(B) লর্ড মিন্টো
(C) লর্ড লিনলিথগো ✔
(D) লর্ড মাউন্টব্যাটেন

11. সিন্ধু সভ্যতার অংশ মহেন-জো-দারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত?
(A) ভারত
(B) পাকিস্থান ✔
(C) উজবেকিস্তান
(D) আফগানিস্থান

12. ‘জয় হিন্দ’ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন?
(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গাঁধি
(C) বাল গঙ্গাধর তিলক
(D) সুভাষচন্দ্র বসু ✔

13. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে?
(A) 1918 খ্রি.
(B) 1919 খ্রি. ✔
(C) 1920 খ্রি.
(D) 1916. খ্রি.

14. সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন?
(A) সিঙ্গাপুর ✔
(B) কলকাতা
(C) টোকিও
(D) রেঙ্গুন

15. কে ভারতের জাতীয় গান রচনা করেন?
(A) শ্রী অরবিন্দ
(B) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ✔
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গাঁধি