আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 29
আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 29
***********************************
৩১. 'English August' - উপন্যাসটি কে লিখেছেন ?
উত্তর : উপমন্নু চ্যাটার্জী
৩২. তামিলনাডু তে শীতকালে বৃষ্টি ঘটায় কোন বায়ু ?
উত্তর : পশ্চাদগামী মৌসুমী বায়ু
৩৩. ওড়িশার ময়ুরখন্ড কি কারণে বিখ্যাত ?
উত্তর : হেমাটাইট আকরিক লোহা
৩৪. প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটার একটি ইনিংসে ৩০০-র বেশি রান করেন ?
উত্তর : বীরেন্দ্র সহবাগ ( পাকিস্তানের বিরুদ্ধে )
৩৫. বাংলা উপন্যাস 'স্বর্গাদপি গরিয়সী' কার লেখা ?
উত্তর : বিভুতিভূষণ বন্দোপাধ্যায়
৩৬. শেক্সপিয়ারের কোন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছিলেন তার গৃহশিক্ষকের কাজের জন্য ?
উত্তর : ম্যাকবেথ
৩৭. সুকুমার রায় শিশুদের জন্য কোন পত্রিকা প্রকাশ করেছিলেন যেটি পরবর্তী কালে সত্যজিত রায় পুনরায় প্রকাশ করেন ?
উত্তর : সন্দেশ
৩৮. কম্পিউটার মাউস কে আবিস্কার করেন ?
উত্তর : ডগলাস অ্যাঙ্গলবার্ড
৩৯. পশ্চিমবাংলায় কোন সময় মুগ ডাল চাষ হয় ?
উত্তর : শীতকালে
৪০. ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মজীবনী 'না খতম হোনে ওয়ালি কাহানি' ?
উত্তর : বিশ্বনাথ প্রতাপ সিং (B.P. Singh)