আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 28

 

আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 28


***********************************


১৬. 'Death of a Sellsman' - কে লিখেছেন এই নাটকটি ?

উত্তর : আর্থার মিলার 

১৭. কবি ও গল্পকার Edgar Allan Poe  কোথাকার নাগরিক ছিলেন ?

উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র 

১৮. 'Of Human Bondage' - বইটির রচয়িতা কে ?

উত্তর : Somerset Maugham ( England)

১৯. ওস্তাদ সুলতান খান কোন বিষয়ের যন্ত্রশিল্পী ছিলেন ?

উত্তর : সারেঙ্গী 

২০.  কৃষ্ণদেব রায়ের বিখ্যাত বই ' আমুক্তমাল্যদা' কোন ভাষায় লেখা ?

উত্তর : তেলেগু 

২১. অপালা, লোপামুদ্রা, গার্গী - এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন ?

উত্তর : বৈদিক যুগে 

২২. প্রসিদ্ধ ছোট গল্পকার Maupassant  কোন দেশের নাগরিক ছিলেন ?

উত্তর : ফ্রান্স 

২৩. 'The Over Coat' উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর : Nikolai Gogol ( রাশিয়ান) 

২৪. 'গুরু গোবিন্দম' নৃত্য কোন নৃত্য স্টাইলের সাথে যুক্ত ?

উত্তর : ভারতনাট্যম

২৫. বিলিয়ার্ড খেলার জন্য যে দন্ডটির ব্যবহার দেখতে পাই, তার নাম কি ?

উত্তর : Cue 

২৬. 'Kuz Netsk' কি ?

উত্তর : রাশিয়ার বিখ্যাত একটি কয়লা খনি 

২৭. 'Chuqui Camata' কি কারনে বিখ্যাত ?

উত্তর : দক্ষিন আমেরিকার চিলিতে অবস্থিত পৃথিবীর সব থেকে বৃহত একটি তামার খনি 

২৮. সন্দীপন চন্দ্র কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : দাবা

২৯. মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উত্তর : আব্দুল রহমান টুপু 

৩০. ভারতে কোথায় কবে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিস্থ হয় ?

উত্তর : ১৯১৬ সালে পুনেতে প্রথম মহিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় ( এটি প্রতিষ্ঠা করেছিলেন ধন্দ কেশভ  )