আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 27

 

আগামী পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 27


***********************************



 ১. শেক্সপিয়ারের কোন নাটকে আমরা ডেনমার্কের যুবরাজ কে পাই ?

উত্তর :  হ্যামলেট 

২. প্রথম কোন ভারতীয় মরনোত্তর ভারতরত্ন উপাধি পান ?

উত্তর :  লাল বাহাদুর শাস্ত্রী ( ১৯৬৬ সালে )

৩. কে সেই শিল্পী যার 'Ae mere watan ke logo' শুনে পন্ডিত জওহরলাল নেহেরু চোখের জল ফেলেছিলেন ?

উত্তর :  লতা মুঙ্গেসকর 

৪. কে বলেছিলেন 'Sunil is a great player and an ornament of the game.' ?

উত্তর :   Don Bradman of Australia.

৫. ইংরাজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্র কি ?

উত্তর :   বেঙ্গল গ্যাজেট ( এডিটর - জেমস অগাস্টাস হিকি )

৬. আপার সিলাসিয়া কি ?

উত্তর :  পোল্যান্ডের একটি বিখ্যাত কয়লা খনি 

৭. ভয়ের উপন্যাস 'Frankestein' কে লিখেছেন ?

উত্তর :  মেরি শেলি 

৮. বিশ্ব বাণিজ্য সংস্থা কোনটির পরিবর্তিত রূপ ?

উত্তর : জেনারেল এগ্রিমেন্ট অফ তারিফ এন্ড ট্রেড (GATT)

৯. কালিফোর্নিয়ার স্যাক্রমেন্ত কি কারনে বিখ্যাত ?

উত্তর : হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট 

১০. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরী প্রথম মানব হরমোন কোনটি ?

উত্তর : ইনসুলিন 

১১. গ্রামীন পশ্চিমবঙ্গের খড়ের ছাদ সব থেকে ভালো তৈরী হয় কোন ধানের খড় থেকে ?

উত্তর : আমন ধান 

১২. সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ কার ইচ্ছানুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকেন ?

উত্তর : রাষ্ট্রপতি 

১৩. সংসদ কতৃক কোনো বিল পাশ করার পর রাষ্ট্রপতি কি করেন ?

উত্তর : পুনবিবেচনার জনি বিলটি ফেরত পাঠাতে পারেন 

১৪. ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোন ধরনের অস্পৃশ্যতা অসংবিধানিক বলে ঘোষনা করা হয়েছে ?

উত্তর : আর্টিকেল ১৭ 

১৫. ওড়িশার দামোনজরি কি কারনে বিখ্যাত ?

উত্তর : অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির জন্য