দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/06/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 30/06/2022

******************


▣ 1. 21 তম TIFF এডিশনে Transylvania Trophy জিতলো Utama সিনেমা, বেস্ট ডিরেক্টর আওয়ার্ড জিতলেন Guomundur Arnar Guomundsson

▣ 2. প্রতি বছর 30 শে জুন World Asteroid Day পালিত হয়, এবছরের থিম - 'small is beautuful', এছাড়াও এই তারিখে International Day of Parliamentarism পালিত হয়, এছাড়া গত 29 জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দিবস পালিত হলো, এবছরের থিম - 'Data for Sustainable Development'

▣ 3. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন উদ্ধ্বব ঠাকরে

▣ 4. ইউএস এবং তার মিত্র দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং ইউকে মিলিত ভাবে নতুন একটি ইনিশিয়েটিভ লঞ্চ করলো যেটির নাম 'Partners in the Blue Pacific'

▣ 5. ভারতের 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য 75 টি স্কলারশিপের ঘোষণা করলো

▣ 6. e-PAN পরিষেবা দিতে Protean এর সাথে জোটবদ্ধ হলো PayNearby 

▣ 7. ভারতের অন্যতম বিখ্যাত প্রাইভেট জেনারেল ইন্সুরেন্স সংস্থা Bajaj Allianz জেনারেল ইন্সুরেন্স 'গ্লোবাল হেল্থ কেয়ার' প্রোগ্রাম লঞ্চ করলো 

▣ 8. মহাকাশ গবেষণা সংস্থা NASA নিউজিল্যান্ড থেকে চাঁদের জন্য নতুন একটি মিশন 'CAPSTONE' লঞ্চ করলো

▣ 9. 2019 বিশ্বকাপ জেতা ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক Eoin Morgan আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন 

▣ 10. DRDO এবং ভারতীয় সেনাবাহিনী লেজার-গাইডেড ATGM (Anti-Tank Guided Missile) মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো