দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/05/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 31/05/2022

******************


❑ 1. ভারতের BSF এবং বাংলাদেশের BGB এর মধ্যে বাংলাদেশে বর্ডার কো-অর্ডিনেশন কনফারেন্স সম্পন্ন হলো 

❑ 2. দক্ষিণ কাশ্মীরের রেডিও জকি উমার নিসার কে Immunisation চ্যাম্পিয়ন আওয়ার্ড এবং '01 Best Content Award' প্রদান করলো UNICEF

❑ 3. প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম কে আরো পাঁচ বছর অর্থাৎ 2026 অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো হলো

❑ 4. Forbes প্রকাশিত Forbes 30 Under 30 এশিয়া লিস্টে ভারত থেকে 61 জন (সবচেয়ে বেশি) ব্যক্তিত্ব স্থান পেলেন 

❑ 5. প্রতিবছর 31 শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস (World No Tobacco Day) পালিত হয়, এবছরের থিম - Threat to our environment

❑ 6. ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা শ্রী সঞ্জিত নারওয়েকার কে Dr V. Shantaram Lifetime এচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো 

❑ 7. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে সম্প্রতি বিহারে ভারতের বৃহত্তম স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেল, যার মধ্যে সোনা মজুত আছে প্রায় 222.88 মিলিয়ন টন 

❑ 8. খুব শীঘ্রই বিভিন্ন ধরণের স্কিম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্লাটফর্ম 'Jan Samarth' নামক ক্রেডিট-লিঙ্কড পোর্টাল লঞ্চ করতে চলেছে ভারত সরকার 

❑ 9. আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের জন্য অনলাইন পাবলিক ড্যাশবোর্ড লঞ্চ করলো ন্যাশনাল হেল্থ অর্থরিটি (NHA)

❑ 10. ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশনের ফেজ II এর অধীনে আইআইটি গান্ধীনগরে Param Ananta নামক সুপার কম্পিউটারটি বসানো হলো