দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 27/05/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 27/05/2022

******************


❖ 1. সম্প্রতি ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে আয়োজিত 'Bongosagar' নামক দ্বিপাক্ষিক অনুশীলন সম্পন্ন হলো 

❖ 2. প্রথমবার আয়োজিত ন্যাশনাল কনফারেন্স অফ ফিমেল লেজিসলেটর এর উদ্বোধন করতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 

❖ 3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ট্রাভেল এন্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স 2021 এ ভারত 54 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে জাপান 

❖ 4. ডিজিটাল ইন্ডিয়া BHASHINI ব্রেনস্টর্মিং সিজন হোস্ট করলো MeitY, এই সিজনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর

❖ 5. রাস্কিন বন্ড নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Listen to Your Heart: The London Adventure'

❖ 6. ভারতের প্রথম অলিম্পিক ভ্যালুস এডুকেশন (Olympic Values Education) ওড়িশা তে লঞ্চ করা হলো

❖ 7. প্রথম মেট্রো শহর হিসেবে কলকাতা বায়োডাইভার্সিটি রেজিস্টার পেতে চলেছে

❖ 8. NIT তিরুচিরাপল্লী তে Param Porul নামক সুপার কম্পিউটার এর উদ্বোধন করা হলো 

❖ 9. ডিজিটাল পেমেন্টস এর উপর গুরুত্বারোপ করতে ফিনটেক স্টার্টআপ Mahagram এবং IndusInd ব্যাংক জোটবদ্ধ হলো 

❖ 10. 40 তম PRAGATI Interaction এর সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী