দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 21/02/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 21/02/2022

******************


⧑ 1. উমা দাস গুপ্ত নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'A History of Sriniketan: Rabindranath Tagore's Pioneering Work in Rural Construction'

⧑ 2. Energy Meet and Excellence আওয়ার্ড এ কোল ইন্ডিয়া লিমিটেড 'India's Most Trusted Public Sector' কোম্পানি আওয়ার্ড জিতলো 

⧑ 3. টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা কে Adidas এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো 

⧑ 4. হেল্থ সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান কে আরো উন্নত করতে কেন্দ্রীয় সরকার 'Heal by India' ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে 

⧑ 5. ভারতের মুম্বাই 2023 ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশন হোস্ট করতে চলেছে, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে

⧑ 6. প্রতিবছর 21 শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, এ বছরের থিম - Using Technology for multilingual learning: Challenges and opportunities

⧑ 7. দাদাবসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম উৎসব আওয়ার্ড 2022 এ ফিল্ম অফ দি ইয়ার আওয়ার্ড পেলো - Pushpa: The Rise, বেস্ট ফিল্ম আওয়ার্ড - Shershaah, শ্রেষ্ঠ অভিনেতা - রণবীর সিং, শ্রেষ্ঠ অভিনেত্রী - কৃতি শানন

⧑ 8. প্রাক্তন ইন্ডিয়ান এক্সপ্রেসের ব্যুরো চিফ, সিনিয়র জার্নালিস্ট রাভিশ তিওয়ারি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শকুন্তলা চৌধুরী, এছাড়াও পশ্চিমবঙ্গের মন্ত্রী সাধন পান্ডে প্রয়াত হলেন

⧑ 9. 'সেন্ট্রাল ফোর্স স্যালারি প্যাকেজ' প্রদান করার জন্য ব্যাংক অফ বরোদা, আসাম রাইফেলস এর সাথে চুক্তিবদ্ধ হলো 

⧑ 10. 48 তম খাজুরাহ নৃত্য উৎসব সম্প্রতি মধ্যপ্রদেশে শুরু হলো, এক সপ্তাহ ব্যাপী চলবে এই উৎসব