দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 19/02/2022

  


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  তারিখ - 19/02/2022

******************


❐ 1. SBI Ecowrap রিপোর্ট অনুযায়ী 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 8.8% নির্ধারণ করা হলো

❐ 2. প্রাক্তন ভারতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সম্প্রতি প্রয়াত হলেন 

❐ 3. কালচার এবং পার্লামেন্টারি আফফায়ার্স মন্ত্রী অর্জুন রাম মেঘয়াল রাজস্থানের বিকানেরে কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ 'Pramarsh 2022' লঞ্চ করলেন 

❐ 4. ভারতের UPI পেমেন্ট প্লাটফর্ম গ্রহণকারী প্রথম দেশ হলো নেপাল, NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড এর মাধ্যমে এটি সম্পন্ন হবে 

❐ 5. প্রতিবছরের ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার ( এবছরের 19 শে ফেব্রুয়ারি ) World Pengolin Day পালিত হয়, এছাড়াও এই দিনটিতে Soil Health Card দিবস পালিত হলো 

❐ 6. 17 তম বার্ষিক ব্যাংকিং টেকনোলজি আওয়ার্ড 2021 এ বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দি ইয়ার হলো ব্যাংক অফ বরোদা

❐ 7. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লী পুলিশের জন্য 'Shastra App' এবং 'Smart Card Arms License' লঞ্চ করলেন 

❐ 8. ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর পদে চেতন ভগৎ কে নিযুক্ত করা হলো 

❐ 9. কেরালার ঈদুক্কি জেলার ভাগামন হিল স্টেশনে রাজ্যের প্রথম Caravan Park গড়ে উঠতে চলেছে

❐ 10. ভারতের প্রথম 100% প্লাস্টিক বজ্য নিরপেক্ষ কোম্পানির তকমা পেলো Dabur সংস্থা