দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 17/02/2022

  


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 17/02/2022

******************



➥ 1. US এর ডিপ-টেক স্টার্টআপ কোম্পানি TWO Platforms এর 25% মালিকানা কিনে নিলো জিও প্লাটফর্ম 

➥ 2. Samuel Moyn নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Humane: How the United States Abandoned Peace and Reinvented War'

➥ 3. প্রাইভেট সেক্টর লেন্ডার Yes Bank সম্প্রতি 'Agri Infinity' প্রোগ্রাম লঞ্চ করলো 

➥ 4. 1 ডিসেম্বর, 2022 থেকে 30 নভেম্বর, 2023 পর্যন্ত G20 এর সভাপতিত্ব করবে ভারত, 18 তম G20 সামিট 2023 ভারতে অনুষ্ঠিত হতে চলেছে 

➥ 5. বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (LAHDC) 'Kunsnyom স্কিম' লঞ্চ করলো 

➥ 6. বিহারের খাদি এবং হ্যান্ডিক্রাফট এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে ভোজপুরী গায়ক মনোজ তেওয়ারী কে নিযুক্ত করা হলো 

➥ 7. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) সম্প্রতি পশ্চিমবঙ্গের সুন্দবনের মহিলাদের জন্য 'Waste to Wealth Creation' প্রোগ্রাম লঞ্চ করলো 

➥ 8. সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার সেন্ট্রাল সেক্টর স্কিম 'Scheme for Economic Empowerment for DNTs (SEED)' লঞ্চ করলেন 

➥ 9. চতুর্থ ইন্ডিয়া-অস্ট্রেলিয়া এনার্জি ডায়ালগের সহ-সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং 

➥ 10. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া রিজিয়ন 'Quit Tobacco App' লঞ্চ করলো