দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সতারিখ - 16/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 16/02/2022
******************
⧩ 1. সম্প্রতি মারু মহোৎসব বা বিখ্যাত জয়সলমীর ডেজার্ট উৎসব রাজস্থানের জয়সলমীরে পালিত হলো
⧩ 2. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জানুয়ারি হলেন দক্ষিণ আফ্রিকার Keegan Petersen (পুরুষ বিভাগে) এবং ইংল্যান্ডের Heather Knight (মহিলা বিভাগে)
⧩ 3. ICICI ব্যাংকের MD এবং CEO সন্দীপ বক্সী কে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দি ইয়ার 2020-21 ঘোষণা করা হলো
⧩ 4. সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর নব-নিযুক্ত চেয়ারম্যান পদে আইএএস বিনীত যোশী কে নিযুক্ত করা হলো
⧩ 5. ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য ভারতের Vedanta সংস্থা, তাইওয়ান কোম্পানি Hon Hai Technology Group এর সাথে জোটবদ্ধ হলো
⧩ 6. 2023 অর্থবর্ষের জন্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (MoSPI) ভারতের জিডিপি 3-3.5% নির্ধারণ করলো
⧩ 7. নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) নতুন দিল্লী তে Darkathon 2022 এর আয়োজন করলো
⧩ 8. পৃথিবীর প্রথম দেশ হিসেবে সিভিলিয়ান এয়ারস্পেসে ড্রোন ব্যবহারের অনুমতি দিলো ইজরায়েল
⧩ 9. TERI আয়োজিত ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট এর ভার্চুয়াল সম্ভাষণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
⧩ 10. গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং মিউজিক ডিরেক্টর বাপ্পী লাহিড়ী