দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 15/02/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 15/02/2022

******************


★ 1. শক্তিমন্ত্রী আর কে সিং এর ঘোষণা অনুযায়ী 2024 সালের মধ্যে কৃষিক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে ডিজেলের পরিবর্তে অব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করতে চলেছে 

★ 2. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির 21% মালিকানা কিনে নিতে চলেছে ব্যাংক অফ বরোদা (BOB)

★ 3. টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (TTFI) এর পরিচলন কমিটির চেয়ারপারসন পদে গীতা মিত্তল কে নিযুক্ত করা হলো 

★ 4. আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট EOS-04 লঞ্চ করলো ভারতের স্পেস সংস্থা ISRO

★ 5. নবম US গ্রিন বিল্ডিং কাউন্সিলে ভারত তৃতীয় স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে চীন

★ 6. ভারতীয় রেলওয়ে দেশের বৃহত্তম রেসলিং একাডেমি (Wrestling Academy) দিল্লীর কিশোরগঞ্জ এ তৈরি করতে চলেছে 

★ 7. 'Paisa on Demand' ক্রেডিট কার্ড লঞ্চ করার জন্য Paisabazar এবং RBL ব্যাংক জোটবদ্ধ হলো 

★ 8. স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস প্রদান করার জন্য টেলিকম সার্ভিস প্রভাইডার SES এর সাথে রিলায়েন্স জিও জোটবদ্ধ হলো 

★ 9. সোলার ইলেক্ট্রফিকেশন স্কিম 'Saubhagya স্কিম' এ রাজস্থান প্রথম স্থান অধিকার করলো 

★ 10. Frank-Walter Steinmeier কে পুনরায় দ্বিতীয় বারের জন্য জার্মানির রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হলো