দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 13/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 13/02/2022
******************
■ 1. প্রতি বছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয়, এছাড়া গত 12 ই ফেব্রুয়ারি National Productivity Day পালিত হলো
■ 2. ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট - 4.0 তে অপরিবর্তিত রাখলো, রিভার্স রেপো রেট - 3.35%, MSF রেট - 4.25%, ব্যাংক রেট - 4.25%, CRR - 4%, SLR - 18%
■ 3. নব সংযুক্ত আইপিএল ফ্রাঞ্চাইজ আহমেদাবাদ টিমের নাম হলো গুজরাট টাইটানস, এবং লখনৌ এর টিমের নাম হলো লখনৌ সুপার জায়ান্টস
■ 4. 18 তম স্বগীয় মাধবরাও লিমায় আওয়ার্ড পেলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী
■ 5. অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ এবং UNDP মিলিত ভাবে কমিউনিটি ইনোভেটর ফেলোশিপ (CIF) লঞ্চ করলো
■ 6. প্রাক্তন বাজাজ গ্রুপ চেয়ারম্যান পদ্মভূষণ প্রাপ্ত রাহুল বাজাজ সম্প্রতি প্রয়াত হলেন
■ 7. বিহারের গঙ্গা নদীর উপর নির্মিত 14.5 কিমি দীর্ঘ রেল এবং রোড ব্রিজ এর ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারী
■ 8. মুম্বাই এর রাজ ভবনে নতুন দরবার হলের উদ্বোধন করলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ
■ 9. ভারতীয় নৌবাহিনী আগামী 21 শে ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে বৃহত্তম বহুদেশীয় অনুশীলন 'Milan 2022' এর আয়োজন করতে চলেছে
■ 10. পর্যটন বিভাগে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত নতুন দিল্লী তে অস্ট্রেলিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো