দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 11/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 11/02/2022
******************
➥ 1. One Ocean Summit এর উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➥ 2. 45 তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা 28 শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে, এ বছরের ফোকাল থিম - বাংলাদেশ
➥ 3. রাষ্ট্রীয় যুব সশক্তিকরণ কার্যক্রম (RYSK) এর সময়সীমা আরো পাঁচ বছর বাড়ালো কেন্দ্রীয় সরকার
➥ 4. মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভাণ্ডারী কে নিযুক্ত করা হলো
➥ 5. TomTom ট্রাফিক ইনডেক্স 2021 অনুযায়ী সবথেকে ঘনবসতিপূর্ণ শহরের তালিকায় ভারতের মুম্বাই পঞ্চম স্থানে রয়েছে, শীর্ষস্থানে তুর্কির ইস্তানবুল
➥ 6. 2024 এর ডিসেম্বরের মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে গুজরাটের সুরাট, এটি মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের অংশ
➥ 7. প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম (NSWS) এর সাথে সংযুক্ত হতে চলেছে
➥ 8. প্রতিবছর 11 ই ফেব্রুয়ারি International Day of Women and Girls in Science হিসেবে পালিত হয়, এবছরের থিম - Equity, Diversity and Inclusion: Water Unites Us, এছাড়াও এই দিনটি World Unani Day হিসেবে পালিত হয়
➥ 9. সাগরিকা ঘোষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী ভাজপাই এর উপর জীবনী লিখলেন যেটির শিরোনাম 'Atal Bihari Vajpayee'
➥ 10. অর্থনৈতিক সাক্ষরতা প্রমোট করতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এবং NSE একাডেমী জোটবদ্ধ হয়ে অনলাইন কোর্স 2022 লঞ্চ করলো