দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 07/02/2022

    


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 07/02/2022

******************


➤ 1. প্রবীণতম খাদি ইনস্টিটিউশান মুম্বাই এর "Khadi Emporium" এর লাইসেন্স বাতিল করলো খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)

➤ 2. আইআইটি-হায়দ্রাবাদ সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চাকরির প্লাটফর্ম 'Swarajability' লঞ্চ করলো 

➤ 3. মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ নগর এর নাম নর্মদাপুরম, শিবপুরী এর নাম কুণ্ডেশ্বর ধাম এবং বাবাই এর নাম মাখন নগর পরিবর্তনের অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার 

➤ 4. পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি খোলা আকাশের নিচে শিক্ষা 'পাড়ায় শিক্ষালয়' নামক প্রকল্প লঞ্চ করলো 

➤ 5. 2028 গ্রীষ্মকালীন অলিম্পিকে নতুন তিনটি খেলা সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্ট ক্লাইম্বিং এর মান্যতা দিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)

➤ 6. হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দি সেমি এরিড ট্রপিক্স (ICRISAT) এর 50 তম বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

➤ 7. ব্যবহৃত গাড়ির ইন্সুরেন্স এর জন্য কোটাক মাহিন্দ্রা জেনারেল ইন্সুরেন্স সংস্থা CARS24 এর সাথে জোটবদ্ধ হলো 

➤ 8. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর পদে শান্তিশ্রী পন্ডিত কে নিযুক্ত করা হলো

➤ 9. প্রাক্তন গ্রিস রাষ্ট্রপতি Christos Sartzetakis প্রয়াত হলেন 

➤ 10. লাইফ ইন্স্যুরেন্সের ডিজিটাল ডিস্ট্রিবিউশন এর জন্য Policybazaar এর সাথে জোটবদ্ধ হলো LIC