দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 06/02/2022

   


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  তারিখ - 06/02/2022

******************


✿ 1. 92 বছর বয়সে সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মুঙ্গেশকর জি প্রয়াত হলেন, 1997 সালে তাঁকে পদ্মশ্রী, 1999 সালে পদ্মবিভূষণ এবং 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় 

✿ 2. ফাইনালে ইংল্যান্ড কে হারিয়ে এই নিয়ে পঞ্চমবার অনুর্দ্ধ - 19 ক্রিকেট বিশ্বকাপ জিতলো ভারত 

✿ 3. শ্রীলংকা কে সাহায্যের জন্য $ 500 মিলিয়ন ক্রেডিট লাইন বৃদ্ধি করলো Exim ব্যাংক 

✿ 4. ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (NCERT) এর নব নিযুক্ত ডিরেক্টর হলেন প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানি

✿ 5. গ্রামীন মহিলাদের শিল্প উদ্যোগী হওয়ার সাহায্য করতে কর্ণাটকের সাথে চুক্তি স্বাক্ষর করলো আমাজন ইন্ডিয়া 

✿ 6. বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে রাজস্থানের জয়পুরে 

✿ 7. সোলার প্রজেক্ট গুলোকে অর্থ সাহায্য করতে টাটা পাওয়ারের সাথে মিলিত হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) 'Surya Shakti Cell' লঞ্চ করলো 

✿ 8. মহারাষ্ট্রের 'Majhi Vasundhara' ক্যাম্পেইন কে সমর্থন করতে UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) মহারাষ্ট্র সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো 

✿ 9. পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড (PNGRB) এর চেয়ারম্যান পদে প্রাক্তন অয়েল সেক্রেটারি তরুণ কাপুর কে নির্বাচিত করা হলো 

✿ 10. কাশ্মীরের স্কাইয়ার আরিফ খান একমাত্র ভারতীয় হিসেবে 2022 বেজিং শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে