দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 05/02/2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 05/02/2022
******************
❐ 1. ভক্তি সাধু রামানুযাচার্য এর স্মরণে হায়দ্রাবাদে 216 ফুট লম্বা 'Statue of Equality' এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
❐ 2. 26 শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে শ্রেষ্ঠ ট্যাবলোর সম্মান পেলো উত্তরপ্রদেশ, এই ট্যাবলোর থিম ছিল - 'One District One Product and Kashi Vishwanath Dham'
❐ 3. NATO প্রধান Jens Stoltenberg কে নরওয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পদের দায়িত্ব দেওয়া হলো
❐ 4. JNU ভাইস-চ্যান্সেলর এম জগদীশ কুমার কে UGC এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো
❐ 5. বর্ষীয়ান অভিনেতা এবং প্রোডিউসার রমেশ রাও প্রয়াত হলেন
❐ 6. ক্রীড়া বিশেষজ্ঞ লেখক নভদ্বীপ সিং গিল অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়ার উপর জীবনী লিখলেন যেটির শিরোনাম 'Golden Boy Neeraj Chopra'
❐ 7. সোনালী সিং কে কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA) এর অতিরিক্ত দায়িত্ব দিলো কেন্দ্রীয় সরকার
❐ 8. IndiGo এর সহ-প্রতিষ্ঠাতা রাহুল ভাটিয়া কে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো
❐ 9. আগস্ট 2022 তে চন্দ্রায়ন - 3 লঞ্চ করতে চলেছে ভারতীয় স্পেস সংস্থা ISRO
❐ 10. মহারাষ্ট্রের নাসিকের ইন্ডিপেন্ডেন্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এর লাইসেন্স বাতিল করলো RBI