দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 04/02/2022

 

  



 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  তারিখ - 04/02/2022

******************


✤ 1. ভারতের ট্রেড পার্টনার 2021 তালিকায় প্রথম স্থান পেলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের সাথে মোট ট্রেড ভ্যালু $112.3 বিলিয়ন 

✤ 2. প্রতিবছর 4 ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়, এবছরের থিম - Close the Care Gap, এছাড়া এই দিনটি International Day of Human Fraternity হিসেবেও পালিত হয়

✤ 3. ইনসলভেন্সি এন্ড ব্যাংকরাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়ার (IBBI) চেয়ারম্যান পদে রবি মিত্তল কে নিযুক্ত করা হলো 

✤ 4. আত্মনির্ভর ভারত সেন্টার ফর ডিজাইন এর জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) মিনিস্ট্রি অফ কালচারের সাথে চুক্তিবদ্ধ হলো 

✤ 5. জে সাই দীপক সম্প্রতি ট্রায়োলজি বুক সিরিজ লিখলেন যেটির শিরোনাম 'India, That is Bharat: Coloniality, Civilisation, Constitution'

✤ 6. ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের শর্ট ফিল্ম আওয়ার্ড প্রতিযোগিতা জিতলো তামিল শর্ট ফিল্ম 'Street Student' 

✤ 7. বিখ্যাত বিজ্ঞানী জি এ শ্রীনিবাস মূর্তি কে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL) এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো 

✤ 8. IISC ব্যাঙ্গালুরু সম্প্রতি ভারতের সবথেকে শক্তিশালী কম্পিউটার লঞ্চ করলো যার নাম 'Param Pravega', এটির ক্যাপাসিটি 3.3 petaflops

✤ 9. হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত আরাবল্লি বায়োডাইভার্সিটি পার্ক কে OECM (Other Effective Area-based Conservation Measures) স্থানের তকমা দিলো IUCN

✤ 10. আইসিসি স্পিরিট অফ ক্রিকেট আওয়ার্ড 2021 জিতলেন নিউজিল্যান্ডের Daryl Mitchell