দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স তারিখ - 31/01/2022

 

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  তারিখ - 31/01/2022

******************


❖ 1. শিক্ষাবিদ এনং সামাজিক নেতা বাবা ইকবাল সিং জি প্রয়াত হলেন 

❖ 2. আইপিএস অফিসার কিরণ বেদী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম 'Fearless Governance'

❖ 3. সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL) নাসিক এবং দেবস এ নতুন ব্যাঙ্কনোট প্রিন্টিং লাইনস স্থাপন করলো

❖ 4. ফাইনালে রাশিয়ার Daniill Medvedev কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন 2022 জিতলেন স্পেনের রাফায়েল নাদাল

❖ 5. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রকাশিত ইকোনমিক সার্ভে অনুযায়ী 2023 অর্থবর্ষে ভারতের জিডিপি 8-8.5% এবং 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.2% নির্ধারণ করা হলো 

❖ 6. Paytm Money সম্প্রতি ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ম্যাসেঞ্জার 'Pops' লঞ্চ করলো 

❖ 7. ভারতে মহিলা চালিত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাকে সাহায্য করতে সোশ্যাল মিডিয়া সংস্থা Meta, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FICCI) এর সাথে জোটবদ্ধ হলো 

❖ 8. LIC চেয়ারম্যান এম আর কুমার এর কার্যকালীন মেয়াদ আরো 1 বছর বাড়ানো হলো 

❖ 9. অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম এ গান্ধী মন্দিরাম এবং Smruthi Vanam এর নির্মাণ করা হলো 

❖ 10. ন্যাশনাল কমিশন ফর ওমেন (NCW) এর 30 তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের সম্ভাষণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রোগ্রামের থিম - She The Change Maker