দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/01/2022

  


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/01/2022

******************


☯ 1. প্রতিবছরের 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়, এ বছরের থিম - Making Elections Inclusive, Accessible and Participative, এছাড়া প্রতিবছর এই দিনটিতে জাতীয় পর্যটন দিবস পালিত হয়, এছাড়া গত 24 শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস পালিত হলো

☯ 2. প্রখ্যাত আর্কিওলজিস্ট Thiru R. Nagaswamy 91 বছর বয়সে প্রয়াত হলেন 

☯ 3. আইসিসি আওয়ার্ড 2021 এ Rachael Heyhoe ফ্লিন্ট ট্রফি মহিলা ক্রিকেটার অফ দি ইয়ার হলেন স্মৃতি মান্ধানা, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পুরুষ ক্রিকেটার অফ দি ইয়ার হলেন শাহীন আফ্রিদি, পুরুষ ODI ক্রিকেটার অফ দি ইয়ার হলেন বাবর আজম, মহিলা ODI ক্রিকেটার অফ দি ইয়ার Lizelle Lee, পুরুষ টি-20 ক্রিকেটার অফ দি ইয়ার হলেন মহম্মদ রিজওয়ান, পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দি ইয়ার হলেন জো রুট

☯ 4. হিমাচল প্রদেশে অনুষ্ঠিত নবম মহিলা আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 জিতলো লাদাখ

☯ 5. 29 জন শিশু ( 15 টি ছেলে এবং 14 টি মেয়ে ) কে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2022 সম্মানে সম্মানিত করা হলো 

☯ 6. প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক্ট (PMLA) এডজুডিকেটিং অর্থরিটি এর চেয়ারপার্সন পদে বিনোদানন্দ ঝা কে নিযুক্ত করা হলো 

☯ 7. ভূমধ্যসাগরে 12 দিন ব্যাপী সামুদ্রিক অনুশীলন 'Neptune Strike 22' এর আয়োজন করতে চলেছে NATO সদস্য দেশ সমূহ 

☯ 8. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক 'প্লাটিনা ফিক্সড ডিপোজিট' স্কিম লঞ্চ করলো
 
☯ 9. 20 তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ভারতের Koozhangal 'শ্রেষ্ঠ সিনেমা' এর সম্মান পেলো 

☯ 10. জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী Shinzo Abe কে 'নেতাজি আওয়ার্ড 2022' সম্মানে সম্মানিত করা হলো