দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/01/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/01/2022

******************


🎯 1. তেলেঙ্গানার হায়দ্রাবাদে আগামী 5 ই ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 216 ফুট উচ্চতার সাধু রামানুজাচার্য এর মূর্তির উদ্বোধন করতে চলেছেন, এটিকে ‘Statue of Equality’ বলা হবে 

🎯 2. দিল্লীর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখাদ্বয় কে একসাথে যুক্ত করলো কেন্দ্রীয় সরকার 

🎯 3. জম্মু কাশ্মীরের জেরি হ্যামলেট কে রাজ্যের প্রথম ‘Milk Village’ এর তকমা দেওয়া হলো 

🎯 4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ki Ore’ নামক প্রোগ্রাম লঞ্চ করলেন 

🎯 5. পূর্বতন রাজধানী জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হলো নুসানতারা 

🎯 6. মহারাষ্ট্র রাজ্যপাল ভগত সিং কোশারী নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘The Legend of Birsa Munda’, বইটি লিখেছেন তুহিন এ সিনহা এবং অঙ্কিতা ভার্মা 

🎯 7. বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ওয়ার্কিং ওমেন অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হলো 

🎯 8. NASA -র বিখ্যাত ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রাম (IASP) সম্পূর্ণ করা প্রথম ভারতীয় হলেন অন্ধ্রপ্রদেশের জাহ্নবী ডানগেটি 

🎯 9. ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে চঞ্চল কুমার কে নিযুক্ত করা হলো 

🎯 10. জানুয়ারির 18 থেকে 19 তারিখ পর্যন্ত প্রথম BRICS শেরপা মিটিং 2022 চিনের সভাপতিত্বে ভার্চুয়ালি সম্পন্ন হলো