দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 17/01/2022

  



দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 17/01/2022

******************


➢ 1. IIT Alumni এর তৈরি করা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স চালিত স্টার্ট আপ ফর ওয়াটার পিউরিফিকেশন লঞ্চ করলেন সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং 

➢ 2. ব্যাডমিন্টন U-19 মহিলা সিঙ্গল প্লেয়ারদের মধ্যে প্রথম স্থান অধিকার করলো ভারতের তাসনিম মীর 

➢ 3. সিঙ্গাপুরের Loh Kean Yew কে হারিয়ে ভারতের Lakshya Sen প্রথমবার ব্যাডমিন্টন সুপার 500 টাইটেল জিতলেন

➢ 4. প্রখ্যাত কত্থক নৃত্য শিল্পী পদ্ম বিভূষণ পুরস্কার প্রাপ্ত পন্ডিত বিরজু মহারাজ প্রয়াত হলেন 

➢ 5. এবার থেকে প্রতি বছরের 16 ই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালন করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

➢ 6. খাদি কাপড়ের তৈরি বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা সেনাবাহিনী দিবসের দিনে ভারত-পাকিস্তান সীমান্তের লঙ্গেয়ালা তে উত্তোলিত করা হলো 

➢ 7. আরব সাগরে ভারতীয় নৌবাহিনী এবং রাশিয়ান নৌবাহিনী মিলিতভাবে PASSEX অনুশীলন সম্পন্ন করলো 

➢ 8. 16 তম ইন্ডিয়া ডিজিটাল সামিট 2022 এর সম্ভাষণ করলেন কমার্স ইন্ডাস্ট্রি মন্ত্রী পীযুষ গোয়েল, এই সামিটের থিম - Supercharging Startups

➢ 9. দিল্লী ট্রান্সপোর্ট করপোরেশন এর প্রথম ইলেক্ট্রিক বাসের শুভ সূচনা করলেন দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

➢ 10. অভিকর্ষজ ত্বরণ ঘটিত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার জন্য কৃত্রিম চাঁদ তৈরি করলো চীন