দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 05/01/2022

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 05/01/2022

******************


➥ 1.  রাজ্যের মধ্যে প্রথম জেলা হিসেবে ওড়িশার গঞ্জাম জেলা নিজেকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করলো 

➥ 2. ভারতীয় নৌবাহিনীর 1971 যুদ্ধের বর্ষীয়ান ভাইস-এডমিরাল এস এইচ শর্মা প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন প্রখ্যাত সংরক্ষনবিদ Richard Leakey

➥ 3. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক কে শিডিউলড ব্যাঙ্ক 2022 এর তকমা দিলো 

➥ 4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দীপক কুমার এবং অজয় কুমার চৌধুরী কে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো 

➥ 5. সম্প্রতি লাদাখে নববর্ষবরণ উত্সব ‘লোসার উত্সব’ পালিত হলো 

➥ 6. ONGC এর অন্তর্বর্তী চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে অলকা মিত্তল কে নিযুক্ত করা হলো 

➥ 7. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশনাল এলায়েন্স ফর টেকনোলজি ( NEAT 3.0 ) লঞ্চ করলেন 

➥ 8. স্বচ্ছ ভারত মিশন ফেজ – 2 প্রোগ্রামের অধীনে খোলা জায়গায় শৌচাগার মুক্ত গ্রামের তালিকায় প্রথম স্থান অধিকার করলো তেলাঙ্গানা 

➥ 9. হিমাচল প্রদেশ দেশের মধ্যে প্রথম LPG সক্ষম এবং স্মোক ফ্রি রাজ্যে পরিনত হলো 

➥ 10. ত্রিপুরায় 4800 কোটি অর্থের 22 টি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন এবং শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী