গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 315

 




 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 315 

 

************************





১. সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?
উ: ভিটামিন D

২. সিকিম কোন বছরে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উ: ১৯৭৫ সালে

৩. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ?
উ: লর্ড ডালহৌসি

৪. কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল ?
উ: জাকির হোসেন

৫. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ?
উ: নয়টি

৬. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
উ: ভারত ও শ্রীলংকা

৭. সংবিধান অনুসারে কম্পট্রলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত ?
উ: ৬ বছর

৮. তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ ?
উ: পৃষ্ঠটান

৯. অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ?
উ: দেবদত্ত

১০. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন ?
উ: ডি. উদয় কুমার

১১. মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া ?
উ: রাইজোবিয়াম

১২. সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উ: স্যার সৈয়দ আহমেদ খান

১৩. কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ?
উ: ড. নাথানিয়েল ওয়ালিচ

১৪. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উ: সোডিয়াম কার্বনেট

১৫. উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় ?
উ: এক্রোফোবিয়া

১৬. কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন ?
উ: লর্ড ওয়েলেসলি

১৭. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: মুম্বাই

১৮. কোন প্রাচীন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায় ?
উ: মিশরীয় সভ্যতা

১৯. মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় ?
উ: পিটুইটারি গ্রন্থি

২০. বাংলায় বর্গী আক্রমণ কোন নবাবের সময়কালে হয়েছিল ?
উ: আলীবর্দী খাঁ