গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 314
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 314
************************
১. পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয় ?
উ: মহাজাগতিক দূরত্ব
২. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ?
উ: রাসবিহারী বসু
৩. কোন দেশকে “ইউরোপের ককপিট” বলা হয় ?
উ: বেলজিয়াম
৪. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল ?
উ: লাহোর
৫. বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত ?
উ: কালো
৬. হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় ?
উ: নিজাম
৭. দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন ?
উ: বটুকেশ্বর দত্ত
৮. কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম ?
উ: সমরেশ বসু
৯. ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উ: মুম্বাই
১০. মহম্মদ ঘোরির সেনাপতির নাম কি ?
উ: বখতিয়ার খিলজি
১১. সতীশ ধবন মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উ: অন্ধ্রপ্রদেশ
১২. প্যারিসে “বন্দেমাতরম” পত্রিকা কে সম্পদনা করতেন ?
উ: মাদাম কামা
১৩. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রধান নেতা কে ছিলেন ?
উ: সূর্য সেন
১৪. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ?
উ: এম জি রানাডে
১৫. বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে ?
উ: অজিত সিং
১৬. কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
উ: শেরশাহ
১৭. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল ?
উ: লাহোর অধিবেশন
১৮. পোল্যান্ডের জাতীয় প্রতীক কি ?
উ: সাদা ইগল
১৯. তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে ?
উ: সত্যজিৎ রায়
২০. “খলসার” - পথিকৃৎ কে ছিলেন ?
উ: গুরু গোবিন্দ সিং