গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 313

 



 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 313 

 

************************



১. তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় ?
উ: মাদুরাই

২. সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য করা হয় ?
উ: ৩৬ তম

৩. তৈমুর লং কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেন ?
উ: ১৩৯৮ খ্রিষ্টাব্দে

৪. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে ?
উ: খাদার

৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে ?
উ: পুরুলিয়া

৬. তিনবিঘা করিডোর কোন রাজ্যে রয়েছে ?
উ: পশ্চিমবঙ্গ

৭. “নিউ ইন্ডিয়া” নামে এক সপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে ?
উ: বিপিনচন্দ্র পাল

৮. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: জেনেভা

৯. ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় কাকে ?
উ: কার্শিয়াং

১০. নাসিক প্রশস্তি (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?
উ: গৌতমীপুত্র সাতকর্ণী

১১. কোন শহরে অরুন জেটলি স্টেডিয়াম অবস্থিত ?
উ: দিল্লি

১২. বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ “দি প্রিন্স” -এর রচয়িতা কে ?
উ: নিক্কোলো মাকিয়াভেল্লি (১৫৩২)

১৩. “কালকেতু দ্য হান্টার” - চিত্রটি কার আঁকা ?
উ: অবনীন্দ্রনাথ ঠাকুর

১৪. ভিটামিন বি ৯ এর রাসায়নিক নাম কি ?
উ: ফলিক অ্যাসিড

১৫. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
উ: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

১৬. ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে ?
উ: ৬ টি

১৭. মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজ্যসভা অলংকৃত করেছিলেন ?
উ: গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১৮. গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন ?
উ: গুরু অঙ্গদ

১৯. বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর হতে হবে ?
উ: ৩০ বছর

২০. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই - কোন চারণকবি গাইতেন ?
উ: রজনীকান্ত সেন