গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 312

 


গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 312 

 

************************




১. রাজপুত নীতি কে প্রবর্তন করেন ?
উ: মুঘল সম্রাট আকবর

২. ভারত কোন সালে প্রথম বার বিশ্বকাপ ক্রিকেট জয়ী হয়েছিল ?
উ: ১৯৮৩ সালে

৩. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন ?
উ: মহাত্মা গান্ধী

৪. “একাওরের ডায়েরি” বইটি কে লিখেছেন ?
উ: সুফিয়া কামাল

৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে “বাংলার মুকুটহীন রাজা” ও “সারেন্ডার নট” বলা হত ?
উ: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৬. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
উ: নবদ্বীপ

৭. পেন্সিলের সীসাতে কি থাকে ?
উ: গ্রাফাইট

৮. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উ: সরোজিনী নাইডু

৯. “হিন্দুদের খলিফা” বলা হত কোন রাজাকে ?
উ: লক্ষণ সেন

১০. সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উ: মহাশ্বেতা দেবী

১১. শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?
উ: গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১২. Indian War Memorial Museum কোথায় অবস্থিত ?
উ: নিউ দিল্লি

১৩. কোন বছর থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ?
উ: ১৯৬৯ সাল

১৪. DNA থেকে RNA সৃষ্টির পক্রিয়াকে কি বলে ?
উ: ট্রান্সক্রিপশন

১৫. ভারতের “গোল্ডেন গার্ল” বলা হয় কাকে ?
উ: পি টি উষা

১৬. ভোলগা কোথাকার বৃহত্তম নদী ?
উ: ইউরোপ

১৭. কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় ?
উ: ১৯৫১ সালে

১৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?
উ: জাহাঙ্গীর

১৯. কোথায় বস্তুর ওজন শুন্য হয় ?
উ: পৃথিবীর কেন্দ্রে

২০. কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে ?
উ: ডাল হ্রদকে