গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 311
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 311
************************
০১. মহাপ্রয়াণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থলের নাম ?
উ: ডক্টর রাজেন্দ্র প্রসাদ
০২. মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে ?
উ: ক্যালসিয়াম
০৩. রামন ম্যাগসেসের পুরস্কার কোন রাষ্ট্রপতির স্মরণে দেওয়া হয় ?
উ: ফিলিপাইনের রাষ্ট্রপতি
০৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়েছিল ?
উ: ১৩ এপ্রিল ১৯১৯
০৫. “ঠকচাচা” চরিত্রটি কার সৃষ্টি ?
উ: প্যারীচাঁদ মিত্র
০৬. কোন বিখ্যাত হকি খেলোয়াড় এর জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয় ?
উ: ধ্যানচাঁদ
০৭. ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত ?
উ: চাণক্য
০৮. ভারতের সর্বাধিক পরিমাণ কফি কোন রাজ্যে উৎপন্ন হয় ?
উ: কর্ণাটক
০৯. বিন্ধ্য অধিপতি কার উপাধি ছিল ?
উ: গৌতমীপুত্র সাতকর্ণী
১০. জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উ: অরুণাচল প্রদেশ
১১. কার সময় কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল ?
উ: লর্ড রিপন
১২. “মাই কান্ট্রি, মাই লাইফ” - আত্মজীবনীমূলক বইটি কার লেখা ?
উ: লাল কৃষ্ণআডবানি
১৩. কোন মুঘল সম্রাট মনসবদারী প্রথা প্রচলন করেন ?
উ: মুঘল সম্রাট আকবর
১৪. ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার ?
উ: মৌলিক অধিকার
১৫. ধনাত্মক আয়নযুক্ত আয়ন কে কি বলে ?
উ: ক্যাটায়ন
১৬. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত ?
উ: তরাই ও ডুয়ার্স
১৭. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে ?
উ: তিনটি
১৮. পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কোরভাট কোন দেশে অবস্থিত ?
উ: কম্বোডিয়া
১৯. ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল ?
উ: ১৮৫৭ সালের ১০ মে
২০. গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন ?
উ: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়