দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 30/12/2021

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 30/12/2021

******************


⦿ 1. 2022 – 23 অর্থবর্ষের জন্য ICRA সংস্থা ভারতের জিডিপি 9% নির্ধারণ করলো

⦿ 2. ‘e-RUPI’ বাস্তবায়িত করা জন্য কর্নাটক সরকার NPCI এবং ভারতীয় স্টেট ব্যাঙ্কের সাথে জোটবদ্ধ হলো 

⦿ 3. হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সম্প্রতি ‘হরিয়ানা কৌশল রোজগার নিগম’ ওয়েব পোর্টাল লঞ্চ করলেন 

⦿ 4. ন্যাশনাল ব্লকচেন প্রজেক্টের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটি কানপুরে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল ডিগ্রী লঞ্চ করলেন 

⦿ 5. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশে সাওরা-কুডডু জলবিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করলেন, এছাড়া শিলান্যাস করলেন লুহরি স্টেজ 1 জলবিদ্যুত কেন্দ্র, রেনুকাজি বাঁধ প্রজেক্ট এবং ধৌলাসিধ জলবিদ্যুত প্রজেক্টের 

⦿ 6. শ্যামা প্রসাদ মুখার্জী রারবান মিশন এ প্রথম স্থান অধিকার করলো তেলেঙ্গানা 

⦿ 7. রেলপথ এবং সড়ক উভয়তেই চলতে সক্ষম বিশ্বের প্রথম ডুয়াল-মোড ভেহিকেল লঞ্চ করলো জাপান 

⦿ 8. উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ‘Dr V L Dutt: Glimpses of a Pioneer’s Life Journey’, বইটি লিখেছেন ড: ভি এল ইন্দিরা দত্ত 

⦿ 9. ফরেস্ট এন্ড স্পেশ্যাল সেক্রেটারির ডিরেক্টর-জেনারেল পদে চন্দ্র প্রকাশ গোয়েল কে নিযুক্ত করা হলো 

⦿ 10. ডিপ্লোম্যাট বিক্রম মিশরি কে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো