দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/12/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/12/2021
******************
✮ 1. ফেডারেল ব্যাঙ্ক এবং Vayana Network ‘Most Effective Bank-Fintech পার্টনারশিপ’ অ্যাওয়ার্ড জিতলো
✮ 2. Anukrti Upadhyay তাঁর লেখা বই ‘Kintsugi’ এর জন্য সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 জিতলেন
✮ 3. ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের (FIDC) সহকারী চেয়ারম্যান হিসেবে কমলেশ গান্ধী কে নিযুক্ত করা হলো
✮ 4. বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ ‘James Webb Space’ লঞ্চ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস সংস্থা NASA
✮ 5. তামিলনাডু সরকার সম্প্রতি মনিটরিং সিস্টেম ‘CM ড্যাশবোর্ড তামিলনাডু 360’ লঞ্চ করলো
✮ 6. উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু NTPC এর প্রাক্তন চেয়ারম্যান এবং MD অরূপ রয়ের আত্মজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম ‘The Turnover Wizard – Saviour of Thousands’
✮ 7. আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার চালু করার জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক MoneyGram এর সাথে জোটবদ্ধ হলো
✮ 8. ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন (FIA) এর প্রেসিডেন্ট পদে মহাম্মেদ বেন সুলায়েম কে নির্বাচিত করা হলো
✮ 9. হিমাচল প্রদেশে 4 টি জলবিদ্যুত কেন্দ্রের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✮ 10. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যোগেশ দয়াল কে RBL বোর্ডের অতিরিক্ত ডিরেক্টর পদে নিযুক্ত করলো