দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/12/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/12/2021
******************
➢ 1. ফিলাডেলফিয়া তে অনুষ্ঠিত জুনিয়র ইউএস ওপেন স্কোয়াশ ট্যুরনামেন্ট জিতে ভারতীয় কিশোরী আনহাত সিং ইতিহাস গড়ল
➢ 2. প্রিত্জকার পুরস্কার বিজেতা ব্রিটিশ-ইতালিয়ান স্থাপত্য শিল্পী রিচার্ড রজার্স প্রয়াত হলেন
➢ 3. ভারতীয় এয়ার ফোর্স S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের প্রথম স্কোয়াড্রন পশ্চিম পাঞ্জাব সেক্টরে বসালো
➢ 4. প্রতিবছর 24 শে ডিসেম্বর জাতীয় গ্রাহক অধিকার দিবস হিসেবে পালন করা হয়
➢ 5. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া U GRO Capital এর সাথে কো-লেন্ডিং চুক্তি স্বাক্ষর করলো
➢ 6. THE এশিয়া অ্যাওয়ার্ড 2021 এ O. P. Jindal Global University ‘ডিজিটাল ইনোভেশন অফ দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেলো
➢ 7. IFFCO-TOKIO জেনারেল ইন্সুরেন্স HO Suri কে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো
➢ 8. ইন্ডিয়ান গ্যাস এক্সচেঞ্জ লিমিটেডের 4.93 % শেয়ার কিনে নিলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
➢ 9. বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি পুরুষ হকি টুর্নামেন্টে ভারত পাকিস্তান কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতলো, টুর্নামেন্ট বিজেতা হলো দক্ষিন কোরিয়া
➢ 10. উত্তরাখন্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদের দায়িত্ব নিলেন সঞ্জয়া কুমার মিশ্র