দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/12/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/12/2021
******************
➲ 1. প্রতিবছরের 20 – 25 শে ডিসেম্বর Good Governance সপ্তাহ পালন করা হয়, এবছরের থিম – Prashasan Gaon Ki Aur
➲ 2. ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) ইউনিফায়েড লজিস্টিক্স ইন্টারফেস প্লাটফর্মস’ হ্যাকাথন – LogiXtics লঞ্চ করলো
➲ 3. হরিয়ানা সরকার কার্নালে ইন্টিগ্রেটেড কম্যান্ড এন্ড কন্ট্রোল সেন্টার (ICCC) লঞ্চ করলো
➲ 4. প্রাক্তন সুপ্রিমকোর্ট বিচারপতি Girish Thakorlal Nanavati সম্প্রতি প্রয়াত হলেন
➲ 5. গুজরাট অ্যালকালিস এন্ড কেমিক্যালস লিমিটেড (GACL) এবং GAIL লিমিটেড গুজরাটে বায়োইথানল প্লান্ট গড়ে তোলার জন্য চুক্তিবদ্ধ হলো
➲ 6. নাগাল্যান্ড সরকার তিনটি নতুন জেলার ঘোষণা করলো, এই তিনটি জেলা হলো Niuland, Tseminyu এবং Chumukedima
➲ 7. উত্তরাখন্ডের ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্রিকেটার রিষভ পন্থ কে নিযুক্ত করা হলো
➲ 8. ড: রেখা চৌধুরী নতুন একটি বই লিখলেন যেটির শিরোনাম – “India’s Ancient Legacy of Wellness”
➲ 9. BBC স্পোর্টস পার্সোনালিটি অফ দি ইয়ার 2021 এর সম্মান পেলেন টেনিস তারকা Emma Raducanu
➲ 10. কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2021 এ ভারত মোট 16 টি মেডেল (সোনা – 4 টি, সিলভার – 7 টি এবং ব্রোঞ্জ – 5 টি ) জিতলো