দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/12/2021

 




দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/12/2021

******************


➤ 1. খেল ইন্ডিয়া মহিলা হকি লীগের উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর 

➤ 2. ভারতের 500 টি গ্রাম জুড়ে ডিজিটাল পেমেন্টস উত্সবের ঘোষণা করলো WhatsApp 

➤ 3. সাতবার ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লিউস হ্যামিল্টন লন্ডনের Windsor Castle এ নাইটহুড সম্মান পেলেন 

➤ 4. ইলেকট্রিক ভেহিকেল তৈরীর জন্য TVS মোটর কোম্পানি এবং BMW চুক্তিবদ্ধ হলো 

➤ 5. উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম ‘Raj Kapoor: The Master At Work’, বইটি লিখেছেন রাহুল রাওয়াল 

➤ 6. ভুটান সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Ngadag Pel gi Khorlo’ এ সম্মানিত করলো 

➤ 7. সফটওয়ার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন অরবিন্দ কুমার 

➤ 8. সাস্টেনেবল এগ্রিকালচারের জন্য অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (FAO) সাথে চুক্তি স্বাক্ষর করলো 

➤ 9. ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম Paytm এড-টেক প্লাটফর্ম ‘Paytm Wealth Academy’ লঞ্চ করলো 

➤ 10. আত্মনির্ভর ভারত রোজগার যোজনার অধীনে সর্বোচ্চ সংখ্যাক বেনেফিসিয়ারী তালিকায় প্রথম স্থান অধিকার করলো মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে তামিলনাডু এবং তৃতীয় স্থানে গুজরাট