দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 17/12/2021

  



দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 17/12/2021

******************


❑ 1. 2018 সালে লঞ্চ করা নাসার পার্কার সোলার প্রোব ইতিহাসে প্রথমবার সূর্যের উপরের বায়ুমণ্ডলে প্রবেশ করলো 

❑ 2. আসাম স্কিল ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $ 112 মিলিয়ন লোনের সম্মতি দিলো 

❑ 3. কেন্দ্রীয় মন্ত্রীসভা মেয়েদের বিবাহের নিম্ন বয়সসীমা 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করার অনুমোদন দিলো 

❑ 4. Chiefs of Staff Committee এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন আর্মি চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে 

❑ 5. SEBI 7 জন সদস্যের একটি কমিটি 'ALeRTS' ( এডভাইজরি কমিটি ফর লেভারেজিং রেগুলেটরি এন্ড টেকনোলজি সলিউশনস ) গঠন করলো, এর দায়িত্বে রয়েছেন মাধবী পুরী বাক 

❑ 6. 4667 MW গ্রিন পাওয়ার সাপ্লায়ের জন্য আদানী গ্রিন এনার্জি লিমিটেড, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো 

❑ 7. বৃহত্তম নন-ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির (NBFCs) জন্য Prompt Corrective Action (PCA) ফ্রেমওয়ার্ক এর সূচনা করলো RBI

❑ 8. প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর কে 'SJFI মেডেল 2021' সম্মানে সম্মানিত করবে বলে ঠিক করলো স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SJFI)

❑ 9. টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে 2021 এথলিট অফ দি ইয়ার হলেন Simone Biles

❑ 10. কলকাতার দুর্গাপূজা ইউনেস্কো এর ইন্ট্যানজিবল হেরিটেজ লিস্টে জায়গা করে নিলো